Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

আয়তন

পেকুয়া উপজেলার আয়তন ১৩৯.৬৮ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে কক্সবাজার জেলার সবচেয়ে ছোট উপজেলা।

অবস্থান ও সীমানা

কক্সবাজার জেলার উত্তরাংশে ২১°৪৩´ থেকে ২১°৫৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৩´ থেকে ৯২°০২´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ উপজেলার অবস্থান।  কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব ৬৭ কিলোমিটার। এ উপজেলার পূর্বে মাতামুহুরী নদী ও চকরিয়া উপজেলা; দক্ষিণে মাতামুহুরী নদীচকরিয়া উপজেলা ও মহেশখালী উপজেলা; পশ্চিমে কোহেলিয়া নদীমহেশখালী উপজেলাকুতুবদিয়া চ্যানেল ও কুতুবদিয়া উপজেলা এবং উত্তরে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা অবস্থিত।

প্রশাসনিক এলাকা

২০০২ সালের ২৩ এপ্রিল চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে পেকুয়া উপজেলা গঠিত হয়। 

ইউনিয়নসমূহ: